জিম্বাবুয়ে-বাংলাদেশ সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন

Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টাইটেল স্পন্সর হলো বাংলাদেশি টেক জায়ান্ট ওয়ালটন। এ বিষয়ে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লি. এবং টোটাল স্পোর্টস মার্কেন্টিংয়ের মধ্যে এক চুক্তি হয়েছে।

দীর্ঘদিন ধরে বাংলাদেশের ঘরোয়া প্রায় সব বড় ক্রিকেট ইভেন্টগুলোতে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে ওয়ালটন। একইসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট ইভেন্টগুলোতেও নিয়মিত টাইটেল স্পন্সর হচ্ছে তারা। বর্তমানে ক্রিকেট বিশ্বে ওয়ালটন একটি পরিচিত নাম, ক্রিকেট ফ্রেন্ডলি নেইম।

এবারের জিম্বাবুয়ে সফরে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। সফর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। আগামী ৩০ ও ৩১ ‍জুলাই প্রথম দুইটি টি-টোয়েন্টি ম্যাচ হবে। ২ আগস্ট হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। তিনটি ওয়ানডে হবে ৫, ৭ ও ১০ আগস্ট। সবগুলো ম্যাচ হবে হারারেতে।
প্রসঙ্গত, সিরিজের পাওয়ার স্পন্সর ইস্পাহানি।