সপ্তাহখানেকের মধ্যেই এমপিওভুক্তির ঘোষণা: দীপু মনি

Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার : আগামী এক সপ্তাহের মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা আসবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘কতটি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা আসবে আমি এই মুহূর্তে সংখ্যাটা বলতে পারছি না। তবে এই সপ্তাহেই তা করা হবে। আমাদের কার্যক্রম চলছে।’

শুক্রবার (১০ জুন) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এই কথা বলেন মন্ত্রী। শিক্ষাখাতে বাজেটে খুশি কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘জনগণের সরকারের জনগণের উপযোগী যে বাজেট করার কথা সে ধরনের করা হয়েছে। একটা বৈরী পরিবেশেও যে বাজেট করা হয়েছে এটা সত্যিকার অর্থেই জনকল্যাণমুখী।’

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বছরের শেষ দিকে দুই হাজারের বেশি নতুন শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির কাজ শুরু হয়। এর মধ্যে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রায় এক হাজার ৭০০ শিক্ষাপ্রতিষ্ঠান, স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের প্রায় ১৫০টি, উচ্চমাধ্যমিক পর্যায়ের কলেজ প্রায় ১০০ এবং ডিগ্রি স্তরের কলেজ প্রায় ১০০টি রয়েছে।

সর্বশেষ ২০১৯ সালের ২৩ অক্টোবর দুই হাজার ৭৩০টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছিল। তার মধ্যে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি) ৪৩৯টি, মাধ্যমিক বিদ্যালয় (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) ১০৮টি ছিল। মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণি স্তরের প্রতিষ্ঠান ৮৮৭টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ৬৮টি, কলেজ (একাদশ ও দ্বাদশ শ্রেণি) ৯৩টি এবং ডিগ্রি কলেজ ৫৬টি এমপিওভুক্ত করা হয়। এ ছাড়া মাদরাসা ছিল ৫৫৭টি। এর আগে ২০১০ সালে এক হাজার ৬২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছিল।