ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা তাইজুলের

Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক : লঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুজের সঙ্গে অসদাচরণ করে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা দিতে হচ্ছে তাইজুল ইসলামকে। আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

তাইজুল আইসিসি কোড অফ কন্ডাক্টের ধারা ২.৯ লঙ্ঘন করেছেন। আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন সময়ে বিপজ্জনকভাবে একজন খেলোয়াড়ের শরীর বরাবর বল নিক্ষেপ করেন তাইজুল। এই কারণে তাইজুলকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানার পাশাপাশি তার নামের সঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।

ঘটনাটি মঙ্গলবার ম্যাচের তৃতীয় দিনের ৬৯ তম ওভারে। বোলিং প্রান্ত থেকে তাইজুল ফলো থ্রুতে অ্যাঞ্জেলো ম্যাথুজের দিকে ছুড়ে মারেন। কিন্তু ব্যাটার ক্রিজের মধ্যে থাকায় তাইজুলের এই থ্রো আইসিসির কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করে।

তাইজুল অপরাধ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। লেভেল ১ ভঙ্গের দায়ে সর্বনিম্ন শাস্তি সতর্কবার্তা দেওয়া এবং সর্বোচ্চ সাজা ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা সঙ্গে দুই ডিমেরিট পয়েন্ট। তাইজুলকে ২৫ শতাংশ জরিমানা গুনতে হয়েছে।