দুর্নীতিবিরোধী অভিযানের নেতৃত্বে র‌্যাব নেই- বেনজীর

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনায় সরকারের অনেকগুলো সংস্থার মধ্যে র‌্যাব থাকলেও ‘নেতৃত্বদানকারীর ভূমিকায়’ নেই বলে জানিয়েছেন এর মহাপরিচালক বেনজীর আহমদ।
শুক্রবার রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

র‌্যাব মহাপারিচালক বলেন, “সামগ্রিক দুর্নীতিবিরোধী অভিযানে অনেক এজেন্সি জড়িত। ‘সেক্ষেত্রে বলতে পারি, র‌্যাব লিড এজেন্সি না’।

“দুর্নীতিবিরোধী কার্যক্রমে যে সকল সরকারের প্রতিষ্ঠান রয়েছে। সেসব প্রতিষ্ঠানের সঙ্গে সঙ্গে আছে র‌্যাব ফোর্সেস। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে যখনই প্রয়োজন হবে, হাতে হাত মিলিয়ে আমরা দায়িত্ব পালন করব।”

গত শনিবার হোটেল সোনারগাঁওয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “এটুক আমি ক্লিয়ার করে দিতে চাই- যেহেতু অভিযানটির র‌্যাব শুরু করেছে এবং আমরা বলছি ক্যাসিনোর এগুলি র‌্যাবই করবে।”

১৮ সেপ্টেম্বর রাজধানীর মতিঝিলের চারটি ক্লাবে ক্যাসিনো বিরোধী অভিযান চালায় র‌্যাব।চারদিন পর পুলিশও ওই এলাকায় চারটি ক্লাবে অভিযান চালায়। এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় তাদের অভিযান চালাতে দেখা যায়।