টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী। গত রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী পাহাড়ি এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার উত্তর শিলখালী গ্রামের মোহাম্মদ আমীন (৩৭) ও মৌলভী পাড়ার হেলাল উদ্দিন (২১)। টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানিয়েছেন, রাতে অভিযান চালিয়ে উত্তর শীলখালী গ্রামের মোহাম্মদ আমিন ও মৌলভীপাড়া গ্রামের হেলাল উদ্দিনকে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী টেকনাফের উত্তর শীলখালী পাহাড়ি এলাকায় মজুত রাখা ইয়াবা ও অস্ত্র উদ্ধারে যায় পুলিশের একটি দল।
এ সময় গ্রেফতার দলের লোকজন পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। হামলাকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবদ্ধ অবস্থায় ওই দু’জনকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানিয়েছেন, নিহত দুই যুবক চিহ্নিত মাদক কারবারি। ঘটনাস্থল থেকে দুটি এলজি (আগ্নেয়াস্ত্র), সাত রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ এবং পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।