প্যারোলে মুক্তি পেলেন তারেকের বন্ধু মামুন

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানোর বন্ধু ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মায়ের মৃত্যুতে কারাগার থেকে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান তিনি। আজ বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ৪ ঘণ্টার (৯টা থেকে ১টা পর্যন্ত) জন্য মুক্তি পান তিনি।
এর আগে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট বরাবর বুধবার তার পক্ষে প্যারোলে মুক্তির আবেদনটি করেন তার ভাই জালাল উদ্দিন রুমি। গিয়াসউদ্দিন আল মামুনের মা হালিমা খাতুন (৯৩) রাজধানীর একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। তাকে শেষ দেখা, জানাজা ও দাফনে উপস্থিত থাকার জন্য এ আবেদন করা হয়েছে।
অর্থপাচার মামলায় সাত বছরের কারাদণ্ড সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ সহচর, কারাবন্দি গিয়াসউদ্দিন আল মামুন। গিয়াস উদ্দিন আল মামুনকে ২০০৭ সালে গ্রেফতার করা হয়। ২০০৩ থেকে ২০০৬ সালের মধ্যে ৬.১৫৭ কোটি টাকা পাচারে অভিযুক্ত ছিলেন তিনি। পরে দোষী প্রমাণিত হলে তাকে ৭ বছরের কারাদণ্ড দেয় আদালত।