সিরাজগঞ্জে ডেঙ্গুতে প্রাণ গেল কলেজছাত্রের

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : সিরাজগঞ্জের ডেঙ্গু আক্রান্ত হয়ে মেহেদী হাসান মীম (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মেহেদী সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের হালুয়াকান্দি গ্রামের আমিনুল ইসলামের ছেলে। সরকারি হাজী কোরব আলী মেমোরিয়াল কলেজে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে পড়তেন তিনি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৪ আগস্ট জ্বর নিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি হন মেহেদী। সেখানে ৪ দিন চিকিৎসা নেয়ার পর শনিবার রাতে তার মৃত্যু হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ফরিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কয়েকদিন আগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মেহেদী হাসান মীম। কয়েকদিনের চিকিৎসায় বেশ সুস্থ হয়ে ওঠেন। কিন্তু শনিবার সকালে হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন মেহেদী। রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।