আগুনে পোড়া বস্তির ৮০ পরিবারের পাশে বিএনপি

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : আগুনে পুড়ে যাওয়া মিরপুর-৭ নম্বরে ঝিলপাড়ে চলন্তিকা বস্তির ক্ষতিগ্রস্ত ৮০টি পরিবারের নারী-শিশুদের মাঝে অর্থ সহায়তা দিয়েছে বিএনপি।

রবিবার বিকেলে বিএনপির নারী ও শিশু অধিকার ফোরাম এই অর্থ সহায়তা দেয়।

সংগঠনের আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও সদস্য সচিব বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে এই অর্থ সহায়তা দেয়া হয়। এতে সার্বিক সহযোগিতা করেন একাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসন থেকে ধানের শীষ প্রতীকে অংশ নেয়া এস এ সাজু।

এ বিষয়ে নিপুণ রায় বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্ত ৮০টি পরিবারের নারী ও শিশুদের স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে অর্থ সহায়তা দিয়েছি। আমাদের এ কাজে উৎসাহ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা দেশের সামর্থ্যবান মানুষদের প্রতি আহ্বান জানাব, এসব নিঃস্ব পরিবারের পাশে দাঁড়াতে।’

এ কর্মসূচিতে বিএনপির সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরীন মুন্নি, কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম জামাল, ফরিদা পারভীনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।