প্রাথমিকে নারী শিক্ষক নিয়োগে যোগ্যতা ‘স্নাতক হচ্ছে’

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে নারী প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি করা হচ্ছে। বর্তমানে নারীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক (এইচএসসি)।

পুরুষ প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা আগের মতোই দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি রাখা হচ্ছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. গিয়াস উদ্দিন আহমেদ এ বিষয়ে বলেন, মানসম্মত শিক্ষার লক্ষ্যে প্রাথমিকে শিক্ষক নিয়োগে ন্যূনতম যোগ্যতা স্নাতক করার সিদ্ধান্ত নিয়েছি।

আগামী মার্চে শিক্ষক নিয়োগের নতুন সার্কুলার দেয়া হবে বলেও জানান সচিব। তিনি বলেন, ওই সার্কুলারে এই ন্যূনতম যোগ্যতা চাওয়া হবে।

উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নারীদের ৬০ ভাগ কোটা রয়েছে।

‘তথ্য আপা’ ওয়েবসাইট অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কর্মরত অধিকাংশ শিক্ষকই নারী। বর্তমানে সারাদেশে ৬৩ হাজার ৮৬৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

Be the first to comment on "প্রাথমিকে নারী শিক্ষক নিয়োগে যোগ্যতা ‘স্নাতক হচ্ছে’"

Leave a comment

Your email address will not be published.




thirteen + 14 =