কাকরাইলে মোটরসাইকেলে আগুন

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার রায় ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা জনস্বাস্থ্য অধিদফতরের কার্যালয়ের সামনে আরেকটি মোটরসাইকেলে আগুন দিয়েছে।
এ সময় বিএনপির নেতাকর্মীরা কাকরাইল মোড়ে ট্রাফিক পুলিশ বক্সেও ভাঙচুর চালান। ঘটনাস্থলে নেতা-কর্মীদের সঙ্গে কয়েক দফায় পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ারশেল ও ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, খালেদার গাড়িবহর কাকরাইলের কাছ দিয়ে রমনা এলাকা পার হওয়ার সময় বিএনপি নেতাকর্মীরা বহরে যোগ দিতে গেলে বাধা দেয় পুলিশ। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। জবাবে জলকামান নিক্ষেপ ও ফাঁকা গুলি ছোড়ে পুলিশও। শেষ খবর পাওয়া পর্যন্ত খালেদা জিয়ার গাড়িবহর আদালত প্রাঙ্গণে পৌঁছেছে।
এরআগে মগবাজারে ইটপাটকেল ছোড়াছুড়ি হয়। এদিকে আলোচিত এ রায় ঘিরে গতকাল থেকেই রাজধানী ঢাকাসহ সারা দেশে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Be the first to comment on "কাকরাইলে মোটরসাইকেলে আগুন"

Leave a comment

Your email address will not be published.




five × two =