বাংলাদেশ সফর শেষ ম্যাথিউজের

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ খেলার পর চোটের কারণে আর মাঠে ফেরেননি। ফিরে যান শ্রীলঙ্কায়। ধারণা করা হচ্ছিল সুস্থ হয়ে বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে মাঠে ফিরবেন। তবে পুরোপুরি সুস্থ না হওয়ায় বাংলাদেশ সফরের বাকি অংশ থেকেও ছিটকে গেছেন লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজ।

বাংলাদেশ সফরে ত্রিদেশীয় সিরিজে অধিনায়কত্বের ভার ছিল ম্যাথিউজের কাঁধে। তিনি ছিটকে গেলে দায়িত্ব পালন করেন দীনেশ চান্ডিমাল। কিন্তু টি-টোয়েন্টি সিরিজের দলেই নেই এই উইকেটরক্ষক। তাই দুই ম্যাচের এই সিরিজে সম্ভবত থিসারা পেরেরাকেই আবারও অধিনায়কের দায়িত্ব দিতে যাচ্ছে শ্রীলঙ্কা।

এবার দিয়ে টানা তিনটি সফর থেকে ছিটকে গেলেন ম্যাথিউজের হ্যামস্ট্রিং চোটে। এর আগে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারত সফর থেকেও নাম প্রত্যাহার করতে হয়েছিল একই সমস্যার কারণে। ২০১৬ সালে জিম্বাবুয়ে সফরে নামাই হয়নি পায়ের বিভিন্ন সমস্যার কারণে।

উল্লেখ, আগামী ৮ ফেব্রুয়ারি ঢাকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। আর দুই ম্যাচের টি-টোয়েন্টি ১৫ ও ১৮ ফেব্রুয়ারি।

Be the first to comment on "বাংলাদেশ সফর শেষ ম্যাথিউজের"

Leave a comment

Your email address will not be published.




seventeen + 8 =