অস্ট্রেলিয়া শীর্ষ অস্ত্র রপ্তানিকারক হতে চায়

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : আগামী এক দশকের মধ্যে অস্ত্র রপ্তানি খাতে শীর্ষ দেশের তালিকায় নাম লেখাতে চায় অস্ট্রেলিয়া। সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল এ তথ্য জানিয়েছেন।

অস্ট্রেলিয়া প্রতি বছর প্রায় ১৬০ কোটি ডলারের সমরাস্ত্র বিক্রি করে থাকে। বর্তমানে বিশ্বের অস্ত্র রপ্তানিকারক দেশগুলোর তালিকায় ২০ নম্বরে রয়েছে দেশটি।

এবার অস্ট্রেলিয়া অস্ত্র রপ্তানির দিক দিয়ে সেরা দশের তালিকায় নাম লেখানোর পরিকল্পনা করছে। পরিকল্পনা বাস্তবায়নে দেশীয় সমরাস্ত্র প্রস্তুতকারক কোম্পানিগুলিকে ৩৮০ কোটি অস্ট্রেলিয়ান ডলার ঋণ দেওয়ার কথা ভাবা হচ্ছে। এছাড়া সমরাস্ত্র রপ্তানি উদ্বুদ্ধ ও সহযোগিতা করতে পৃথক সংস্থা গঠনের কথাও ভাবছে সরকার।

অস্ত্র ক্রেতা হিসেবে প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও নিউজিল্যান্ডের ওপর দৃষ্টি দিতে চাইছে দেশটি। এছাড়া এশিয়া ও মধ্যপ্রাচ্যের বাজারও ধরতে চায় তারা।

প্রধানমন্ত্রী টার্নবুল বলেছেন, ‘এটা পুরোটাই অস্ট্রেলীয়দের চাকরির জন্য।’

তিনি বলেন, ‘অবিরাম সতর্কতার বিনিময়ে স্বাধীনতা ধরে রাখতে হয়। সুতরাং আমরাসহ প্রত্যেক জাতি, প্রত্যেক দায়িত্ববান জাতিরই নিজেদের প্রতিরক্ষার সক্ষমতা থাকতে হবে।’

তবে দাতব্য সংস্থাগুলো অস্ট্রেলীয় সরকারের এই পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে। তাদের দাবি, এ ধরনের সিদ্ধান্ত বৈশ্বিকভাবে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ব্যাহত করবে।

Be the first to comment on "অস্ট্রেলিয়া শীর্ষ অস্ত্র রপ্তানিকারক হতে চায়"

Leave a comment

Your email address will not be published.




nine + 7 =