শাহজালালে ৬ কেজি স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ওয়াটার ডিসপেনসারের কম্প্রেসারের ভেতরে অভিনব কায়দায় আনা ৬ কেজি স্বর্ণসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিমানবন্দর কাস্টমস।

আটক ভারতীয় নাগরিকের নাম সৌমিক দত্ত। রবিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় স্বর্ণসহ তাকে আটক করে প্রিভেনটিভ দল। স্বর্ণগুলো ছোট ছোট আকারের বল বানিয়ে কম্প্রেসারের ভেতরে নিয়ে আসেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর কাস্টমের সহকারী কমিশনার অথেলো চৌধুরী জানান, ওই যাত্রী রিজেন্ট এয়ারের আরএক্স৭৮৫ ফ্লাইটে রাত সাড়ে ১২টার দিকে শাহজালালে অবতরণ করেন। তবে এর আগেই গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চালিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ওয়াটার ডিসপেনসারের কম্প্রেসারে অভিনব কায়দায় করে আনা ৬ কেজি স্বর্ণসহ তাকে আটক করা হয়।

জব্দকৃত স্বর্ণের বর্তমান মূল্য প্রায় তিন কোটি টাকা। আটক ভারতীয় নাগরিককে জিজ্ঞাসাবাদ পূর্বক বিমারবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Be the first to comment on "শাহজালালে ৬ কেজি স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক"

Leave a comment

Your email address will not be published.




four + 2 =