ক্যালিফোর্নিয়ায় ভূমিধসে নিহত ১৩

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কমপক্ষে ১৫ জন।

বন্যা আর ভূমিধসের কারণে ধসে পড়েছে ঘরবাড়ি। কাদাযুক্ত বন্যার পানি জমে আছে রাস্তায়, যার কারণে সড়কপথে চলাচল আপাতত বন্ধ রয়েছে।

অনেকেই পানির কারণে বিভিন্ন স্থানে আটকে আছেন। এমন আটকে থাকা অর্ধশত ব্যক্তিকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়েছেন উদ্ধারকর্মীরা। আর এক হাজারের বেশি স্থানীয় বাসিন্দা আগেভাগেই শহর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

মার্কিন গণমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় মন্টেসিটো শহর। এই শহরেই সবচেয়ে বেশি হতাহত হয়েছে।

ভূমিধসের পর রাস্তায় কাদাজলের পাশাপাশি বড় বড় পাথর পড়ে থাকতে দেখা গেছে। কদিন আগেও ভয়াবহ দাবানলে পুড়েছে ক্যালিফোর্নিয়ার এই অঞ্চল।

Be the first to comment on "ক্যালিফোর্নিয়ায় ভূমিধসে নিহত ১৩"

Leave a comment

Your email address will not be published.




nineteen + nineteen =