বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল শুরু

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : ঘন কুয়াশার মধ্যে চলার সময় বঙ্গবন্ধু সেতুতে ছয়টি বাস দুর্ঘটনায় পড়ে যান চলাচল বন্ধ হওয়ার ছয় ঘণ্টা পর স্বাভাবিক হতে শুরু করেছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. আছাবুর রহমান জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে সেতুর ৪০ নম্বর পিয়ারের কাছে একটি বাস আরেকটি বাসকে ধাক্কা দেয়। এরপর তার পেছনে আরও চারটি বাস একে একে সবাইকে ধাক্কা দিলে আটজন আহত হয়।

এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ দুর্ঘটনায় পড়া বাস সরিয়ে নিলে বেলা ১২টা নাগাদ যান চলাচল স্বাভাবিক হয়।

তবে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৪ কিলোমিটারে বেলা ১২টায়ও কোনো কোনো জায়গায় যানবাহনের ধীরগতির খবর পাওয়া গেছে। আনালিয়াবাড়ি, হাতিয়া, চরভাবনা এলাকায় সরেজমিনে ধীরগতি দেখা গেছে।

এদিকে আহতদের টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে পুলিশ তাদের নাম বলতে পারেনি।

আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকের বরাতে ওসি আছাবুর জানিয়েছেন।

Be the first to comment on "বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল শুরু"

Leave a comment

Your email address will not be published.




five × three =