সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার মধ্যরাতে গোদাগাড়ীর ডিএমসি সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার সীমান্তবর্তী চড় আষাড়িয়াদহ ইউনিয়নের চরভুবনপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে এশারুল ইসলাম মিশু (৩০) ও একই এলাকার জালাল উদ্দিনের ছেলে নাশরাফ হোসেন আবু (২৯)।

রাজশাহী-১ বিজিবির অধিনায়ক শামীম মাসুদ আল ইফতেখার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতরা গরু ব্যবসায়ী ছিলেন। শনিবার রাত পৌনে একটার দিকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে গরু আনতে গিয়েছিলেন তারা। ফেরার পথে বিএসএফের গুলিতে মারা যান ওই দুজন।

রাতেই নিহত এশারুল ইসলাম মিশুর মরদেহ বাড়ির পাশে ফেলে যায় বিএসএফ। তবে নাশরাফ হোসেন আবুর মরদেহ নিয়ে চলে যায়। এনিয়ে সকাল সাড়ে ১০টায় পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।

এশারুল ইসলাম মিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিফজুর আলম মুন্সি। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে নেয়ার প্রস্তুতি চলছে। এনিয়ে আইনত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

Be the first to comment on "সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত"

Leave a comment

Your email address will not be published.




twenty − sixteen =