নতুন প্রধান বিচারপতি নিয়োগ কবে, রাষ্ট্রপতিই জানেন

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : কবে নতুন প্রধান বিচারপতি নিয়োগ দেয়া হবে তা রাষ্ট্রপতিই জানেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা জানান। এর আগে তিনি বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোইট প্রিফন্টেইনের সঙ্গে বৈঠক করেন।

বিতর্কের মধ্যে ছুটি নিয়ে বিদেশ যাওয়া প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা গত ১১ নভেম্বর রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান। পরে বঙ্গভবন থেকে জানানো হয়, রাষ্ট্রপতি এই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা।

নতুন প্রধান বিচারপতি কবে নিয়োগ দেয়া হবে- জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের এইটুকু বলতে পারি যে, বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতির একমাত্র এখতিয়ার প্রধান বিচারপতি নিয়োগ দেয়ার। উনি দুটি কাজ রাষ্ট্রপতি হিসেবে করেন- একটি হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগ।’

তিনি বলেন, ‘এটা ওনার (রাষ্ট্রপতি) দায়িত্ব, উনি এটা (নতুন প্রধান বিচারপতি নিয়োগ) কবে পালন করবেন সেটা উনিই বলতে পারেন, আমি না।’

সাবেক প্রধান বিচারপতির দুর্নীতি সরকার খতিয়ে দেখবে কি না- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আনিসুল হক বলেন, ‘আমি এ বিষয়ে আগে যা বলেছি এখনও তাই বলব। সেটা হচ্ছে, আইন তার নিজস্ব গতিতে চলবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।’

এর আগে গত ১৫ নভেম্বরও আইনমন্ত্রী বলেছিলেন, প্রধান বিচারপতি কত দিনের মধ্যে নিয়োগ করতে হবে, সে ব্যাপারে সময়ের কোনো বাধ্যবাধকতা নেই। এটি সম্পূর্ণ রাষ্ট্রপতির এখতিয়ার। তিনি যখন চাইবেন, তখনই নিয়োগ দিতে পারেন।

Be the first to comment on "নতুন প্রধান বিচারপতি নিয়োগ কবে, রাষ্ট্রপতিই জানেন"

Leave a comment

Your email address will not be published.




18 − five =