দেশের উন্নয়নই সার্বিক উন্নয়ন : নৌমন্ত্রী

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, দেশের উন্নয়নই সার্বিক উন্নয়ন। একদিকে নদী খনন, অন্যদিকে নদী বন্দরগুলোর উন্নয়ন। মানুষ এখন নদী পথে চলাচল ও মালামাল বহন করছেন। ফলে বৃদ্ধি পাচ্ছে নৌযান। যদি নদী খনন না হতো তাহলে এই উন্নয়ন সম্ভব হতো না।

বৃহস্পতিবার দুপুরে নওগাঁর আত্রাই উপজেলায় মোল্লা আজাদ মেমোরিয়াল ডিগ্রি কলেজ মাঠে আত্রাই নদী খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নৌমন্ত্রী বলেন, আমাদের হারিয়ে যাওয়া ২০ হাজার ৪০০ কিলোমিটার নদীর মধ্যে ইতোমধ্যে ১ হাজার ৩০০ কিলোমিটার উদ্ধার করতে সক্ষম হয়েছি। বাকিগুলোর উদ্ধার অব্যাহত রয়েছে। সারাদেশে ৫৩টি নদী খনন প্রকল্পের যে নদী আছে তার মধ্যে আত্রাই নদী একটি।

বিআইডব্লিইটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুস সামাদ, স্থানীয় সাংসদ ইসরাফিল আলম, ছলিম উদ্দিন তরফদার এমপি, নওগাঁ জেলা প্রশাসক ড. আমিনুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন, আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোখলেছুর রহমান প্রমুখ।

Be the first to comment on "দেশের উন্নয়নই সার্বিক উন্নয়ন : নৌমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.




five × five =