শৃঙ্খলাবিধি নিয়ে আপিল বিভাগের সঙ্গে বসবেন আইনমন্ত্রী

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশে জটিলতা নিরসনে আগামী বৃহস্পতিবার আপিল বিভাগের বিচারকদের সঙ্গে বসবেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ রবিবার সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে এ বিষয়ে শুনানিকালে অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম আদালতকে এ বৈঠকের কথা জানান।
আদালত গেজেট প্রকাশ নিয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন। এর আগে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আইনমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন।

১৯৯৯ সালের ২ ডিসেম্বর আপিল বিভাগ মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেন। ওই রায়ের আলোকে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল।

Be the first to comment on "শৃঙ্খলাবিধি নিয়ে আপিল বিভাগের সঙ্গে বসবেন আইনমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.




nineteen − 9 =