‘টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে হারানো সম্ভব’

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : রীতিমত দুঃস্বপ্নের মত কাটছে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর। টেস্টে হোয়াইটওয়াশের পর অন্ততপক্ষে ওয়ানডেতে কিছু করতে পারবে বাংলাদেশ, ভেবেছিলেন সবাই। তবে বাস্তবতা অনেক কঠিন। কোন প্রকার প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি দলটি। ফলাফল তাই ওয়ানডেতেও হোয়াইটওয়াশ।

এবার টাইগারদের মিশন টি-টোয়েন্ট। আর এই ফরমেটে অধিনায়ক হিসেবে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করা সাকিব মনে করেন একজন-দুইজন জ্বলে উঠলে দক্ষিণ আফ্রিকাকে হারানো সম্ভব।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সাকিব জানান, ‘আমি কখনোই বলব না যে দক্ষিণ আফ্রিকাকে হারানোর কাজটা সহজ। দক্ষিণ আফ্রিকা সবসময়ই কঠিন একটা জায়গায়। তবে টি-টোয়েন্টির একটা সুবিধা আছে যে, একজন-দুইজন জ্বলে উঠলেই ম্যাচ জিতে যাওয়া সম্ভব। এছাড়া যেহেতু আমাদের হারানোর কিছু নেই, আমার মনে হয়, এটাই আমাদের একটা সুযোগ।’

ম্যাচ জিততে একজন-দুইজনের জ্বলে উঠার কথা বললেও সাকিব চান সবার সেরা পারফরমেন্স। এ নিয়ে তিনি বলেন, ‘আমি তো চাই, একজন-দুইজন না সবাই নিজের সেরা পারফরম্যান্স করুক। কিন্তু সবাই যে ভালো করবে এমন কোনো কথাও নেই। স্বাভাবিকভাবেই টি-টোয়েন্টিতে দুইটা দলেরই জয়ের সুযোগ থাকে। তাই এ দিক থেকে আমার মনে হয়, এটা আমাদের জন্য একটা সুবিধা।’

Be the first to comment on "‘টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে হারানো সম্ভব’"

Leave a comment

Your email address will not be published.




two + thirteen =