ফেসবুকে নিষিদ্ধ মার্কিন র‍্যাপ সঙ্গীতশিল্পী

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : বর্ণবিদ্বেষী আচরণ করে ফেসবুকে নিষিদ্ধ হয়েছেন মার্কিন র‍্যাপ সঙ্গীতশিল্পী লিল বি। তিনি সামাজিক মাধ্যমে নিজের বিতর্কিত মতামত খোলাখুলি প্রকাশ করার জন্য বেশ পরিচিত। শ্বেতাঙ্গদের গালি দেয়ায় তাকে ফেসবুক এক মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে।

বিবিসির এক খবরে বলা হয়েছে, হেট স্পিচ বা বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের ব্যাপারে ফেসবুকের যে নীতি আছে তা অনুসরণ করেই লিল বির ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তবে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে লিল বি ইতোমধ্যেই তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন। তার ভক্তরাও টুইটারে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে সরব হয়েছেন।

ফেসবুকের বক্তব্য, তিনি এমন অনেক কিছু পোস্ট করেছিলেন যা তাদের হেট স্পিচ সংক্রান্ত নীতিমালার পরিষ্কার লঙ্ঘন।

বিতর্কিত এই পোস্টগুলো ছিল আমেরিকার শ্বেতাঙ্গ মানুষজন ও বন্দুকজনিত সহিংসতা (গান ভায়োলেন্স) নিয়ে।
রাজনৈতিক সংবাদ পরিবেশনকারী ওয়েবসাইট দ্য হিল এই নিষিদ্ধ পোস্টগুলির মধ্যে দুটি পোস্ট প্রকাশ করেছে।

লিল বি এক পোস্টে বলেছেন, ‘শ্বেতাঙ্গরাই একমাত্র নিজেদের বন্দুককে খুব ভালবাসে। ফলে বোঝাই যায় কারা সহিংস মানুষজন। আমি ভয়ে ভয়ে থাকি না। তাই আমার বন্দুকও লাগে না।’

অন্য এক পোস্টে তিনি লিখেছেন, শ্বেতাঙ্গরা এত ভিতু বলেই বন্দুক নিয়ে এত সমস্যা। ওরা যদি বন্দুক নামিয়ে রাখত তাহলে আমরা সবাই নিশ্চিন্ত হতাম। কিন্তু না, ওরা সহিংস। ২০১৪ সালেও বিকে এ ধরনের নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হয়েছিল।

Be the first to comment on "ফেসবুকে নিষিদ্ধ মার্কিন র‍্যাপ সঙ্গীতশিল্পী"

Leave a comment

Your email address will not be published.




one × 3 =