বেঁচে গেলেন এয়ার ফ্রান্সের পাঁচ শতাধিক আরোহী

Print Friendly, PDF & Email

নিউজ ডেস্ক : পাইলটের তাৎক্ষণিক সিদ্ধান্তে প্রাণে বেঁচে গেছেন এয়ার ফ্রান্সের এ ৩৮০ সুপার জাম্বোজেটের পাঁচ শতাধিক আরোহী। এ সময় বিমানটি প্যারিস থেকে যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেস যাচ্ছিল।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে যাওয়ার সময় শনিবার গ্রিনল্যান্ডের পশ্চিমে এয়ার ফ্রান্সের ০৬৬ নম্বরের ফ্লাইটের চারটি ইঞ্জিনের মধ্যে একটির একাংশ পড়ে যায়। এ কারণে পাইলট উড়োজাহাজটির দিক পরিবর্তন করে কানাডার পূর্বাঞ্চলের একটি বিমানবন্দরে অবতরণ করেন। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

এয়ার ফ্রান্সের এক মুখপাত্র গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার সময় দ্বিতল বিশিষ্ট উড়োজাহাজটিতে ২৪ জন বিমানকর্মী ও ৪৯৬ জন যাত্রী ছিল। তাদের মধ্যে উড়োজাহাজটির সাবেক মেরামতকারী ডেভিড রেমারও ছিলেন।

বিবিসিকে তিনি বলেন, হঠাৎ প্রচণ্ড শব্দ হওয়ায় যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে থাকেন। তখনই মনে হয় ইঞ্জিন বিকল হয়ে গেছে। তার ধারণা ইঞ্জিনের পাখায় যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

পাইলট দ্রুত ইঞ্জিনটি বন্ধ করে কানাডার পূর্বাঞ্চলে লেব্রাডরের গুস বে বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেন। পরে সেখান থেকে আরেকটি উড়োজাহাজে করে যাত্রীতের গন্তব্যে পৌঁছে দেয়া হয়।

এয়ার ফ্রান্স এক বিবৃতিতে জানিয়েছে, একটি ইঞ্জিনে বড় ধরনের ক্ষতি হয়েছে। উড়োজাহাজের চালক পরিস্থিতি খুব ভালোভাবে সামলেছেন।

সূত্র : বিবিসি, এএফপি।

Be the first to comment on "বেঁচে গেলেন এয়ার ফ্রান্সের পাঁচ শতাধিক আরোহী"

Leave a comment

Your email address will not be published.




sixteen + nine =